বিশ্বভারতীর মাঠে পৌষমেলা হলে পাশে থাকবে পুরসভা

বিশ্বভারতীর অনীহা এবং শান্তিনিকেতন ট্রাস্টের অপারগতার কারণে বোলপুর পুরসভা পৌষমেলা নিয়ে এখনই কিছু বলতে না পারায় মেলার ভাগ্য ঝুলে থাকল সুতোর উপর

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বোলপুর পুরসভা মনেপ্রাণে চায়, রবীন্দ্র স্মৃতিবিজড়িত পৌষমেলা হোক শান্তিনিকেতনে মেলার মাঠেই। এবং তার আয়োজন করুক বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টই। পুরসভা পাশে থাকবে। কিন্তু বিশ্বভারতীর অনীহা এবং শান্তিনিকেতন ট্রাস্টের অপারগতার কারণে বোলপুর পুরসভা পৌষমেলা নিয়ে এখনই কিছু বলতে না পারায় মেলার ভাগ্য ঝুলে থাকল সুতোর উপর।

আরও পড়ুন-সেরা হস্তশিল্পীদের সম্মান প্রশাসনের

শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে পুরপ্রধান পর্ণা ঘোষ বলেন, ‘এখনও পর্যন্ত বিশ্বভারতী আমাদের জানায়নি যে তারা মেলা করবে না। এব্যাপারে যদিও শান্তিনিকেতন ট্রাস্টের একটি চিঠি পেয়েছি। তারা মেলার মাঠ সংলগ্ন চারটি বাঁধ সংস্কার নিয়ে যা বলেছেন, পুরসভা তা নিয়ে চিন্তাভাবনা করছে। তবে পৌষমেলা আয়োজনের ব্যাপারে পুরসভা এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি। আমরা সবাই চাই, পৌষমেলা হোক। আর সেটা শান্তিনিকেতনে বিশ্বভারতীর মাঠের সঙ্গে সামঞ্জস্য রেখেই হোক। যদি বিশ্বভারতী অরাজি হয়, বোর্ড অফ কাউন্সিলরস, বাংলা সংস্কৃতি মঞ্চ, ব্যবসায়ী সমিতি এবং মাথার উপরে থাকা দাদাদের সবাইকে নিয়ে আলোচনায় বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা চাই মেলা হোক। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়ী থেকে এলাকার সাধারণের অর্থনীতির প্রশ্ন। জড়িয়ে আছে রবীন্দ্র-ঐতিহ্য।’

Latest article