আসানসোলে (asansol) শুট আউটে খুন হলেন পুরসভার এক কর্মী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে আসানসোল-কুলটির নিয়ামতপুরে। মৃতের নাম জাভেদ বারিক (৫৫)। তিনি আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে চাঞ্চল্যকর শুট আউটের দৃশ্য। সেখানে দেখা যায়, এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। দুই দুষ্কৃতী মোটরবাইক করে এসে খুব কাছ থেকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়েন ওই পুরকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গুলিবিদ্ধ জাভেদ বারিককে আসানসোল (asansol) জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জমি বিবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কুলটি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে। প্রাথমিক অনুমান, ৭ এমএম পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালানো হয়।
আরও পড়ুন- সেবক করোনেশান ব্রিজের কাছে বিরাট ধস, অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক