প্রতিবেদন : উপনির্বাচনে ভোটদান মিটতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মেদিনীপুর পুরসভা এলাকায় রাস্তায় রাস্তায় এলইডি লাইট লাগানোর কাজ শুরু করল। গ্রিন সিটি মিশন প্রকল্পের আওতায় এই আলো লাগানোয় খরচ হবে ১ কোটি ৩৭ লক্ষ টাকা। পুরসভা সূত্রে খবর, বিশেষ করে শহরের সেতুগুলোকে আলোয় মুড়ে ফেলা হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ কমবে। একই সঙ্গে নদীঘাট, পুকুরপাড় ঢেলে সাজবে। পুরসভার তরফে মাসখানেক আগে গ্রিন সিটি মিশন প্রকল্প চালুর পরিকল্পনা হয়। পুরপ্রধান সৌমেন খানের কথায়, পুর এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত শহরজুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। যাতে মানুষের সমস্যা না হয়। শুক্রবার থেকে আলো লাগানোর কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন-অর্থনীতিকে সচল করতে বড় পদক্ষেপ রাজ্যের, বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে এবার বন্ধ কলকারখানার জমি
এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় হবে সৌন্দর্যায়নের কাজ। কংসাবতী নদীর ঘাটগুলো ঢেলে সাজার উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের ১, ২, ৫, ১৭, ১৮, ১৯ নম্বর-সহ বেশ কিছু ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আছে। এলাকার কোনও পার্ক বা শিশুউদ্যানগুলি সাজিয়ে তুলবে পুরসভা। তবে প্রাথমিক গুরুত্ব হল আলোর সমস্যার সমাধান। জানা গিয়েছে, মেদিনীপুর শহরে হাই মাস্ট আলো আছে ৬টি। লো হাই মাস্ট আলো ১৯৬টি। রয়েছে ১৪ হাজার ৩০০টি লাইট পোস্ট। শহরের সৃজনপল্লি, বিবেকানন্দ পল্লি, শরৎপল্লি, বামুনপাড়া, সূর্যনগর, বিদ্যাসাগর পল্লি, নজরগঞ্জ, হরিজনপাড়া, নিবেদিতা পল্লিতে আলোর সমস্যা ছিল। তবে ২০১২-র পর ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে। গান্ধীঘাট-সহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যায়নের কাজ হয়েছে। বিভিন্ন এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য আছে। আলোয় মোড়া হলে মানুষের অনেক সমস্যা কাটবে বলে পুরসভার এই উদ্যোগে খুশি এলাকাবাসী।