সংবাদদাতা, বারাকপুর : বারাকপুরে সোনার দোকানে ডাকাতি করতে এসে মালিকের ছেলেকে খুনের ঘটনায় দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করল বারাকপুর মহকুমা আদালত। শুক্রবার ৫ অপরাধীকে যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক। ২০২৩ সালের ২৪ মে বারাকপুর আনন্দপুরী সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালায় ডাকাত দল।
ডাকাতদের ছোঁড়া গুলিতে নিহত হন সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিং। আর সেই মামলায় অতিরিক্ত জেলা দায়রা আদালতে আসামিদের দোষী সাব্যস্ত করে গত শনিবার। সোমবার সাজা ঘোষণা করার কথা থাকলেও শুক্রবার আদালতে তোলা হয় অপরাধী উত্তমকুমার উপাধ্যায় ওরফে গলু, সাফি খান ওরফে শনু, জামশেদ আনসারি, রাজবীর সিং, আসিফ খান ওরফে আশিসকুমার রায়কে। বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
আরও পড়ুন-টালা থানায় নতুন ওসি নিয়োগ
দ্রুত মামলার বিচার শেষ করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করায় পুলিশ ও আদালতকে ধন্যবাদ জানিয়েছে মৃতের পরিবার। যদিও এই রায়ে খুশি নন স্বর্ণব্যবসায়ী নীলরতন সিং। তিনি বলেন, অভিযুক্ত একজনের ফাঁসি হওয়া উচিত ছিল। যে ছেলেকে গুলি করে খুন করেছে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আদালতে ফাঁসির দাবি করেছিলাম। স্বর্ণব্যবসায়ী নীলরতন সিংয়ের ছেলে ২৬ বছরের নীলাদ্রি সিংকে গুলি করে খুনের ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা পাঁচজনকে গ্রেফতার করেছিলেন। এদিন আদালত তাদের সাজা ঘোষণা করল।