আমাকে খুন করার চক্রান্ত চলছে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ

হাতে আঘাত পান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্তাক্ত হন তিনি। এরপরেই তাঁর আশঙ্কা তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে।

Must read

প্রতিবেদন : আমাকে খুনের চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে। জেপিসি বৈঠকের পরেই বিস্ফোরক অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধেও অসৌজন্যের অভিযোগ করলেন তিনি। পাশাপাশি নিশানা করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। গত মঙ্গলবার সংসদের জেপিসি বৈঠকেই ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয। হাতে আঘাত পান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্তাক্ত হন তিনি। এরপরেই তাঁর আশঙ্কা তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে।

আরও পড়ুন-শিকলে বেঁধেই পূজিতা গুপ্তবাড়ির ‘চণ্ডাল শ্যামা’

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, আমাকে টার্গেট করা হয়েছে, কারণ আমি প্রতিবাদ করি। অসম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোনও আপস করব না। আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে। আমার লড়াই চলবে ননসেক্যুলার ফোর্সের বিরুদ্ধে। সাংসদ অসৌজন্যের অভিযোগ করে বলেন, তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পর জেপিসি চেয়ারম্যান একবারের জন্যও তার খোঁজ নেননি। তাঁর কথায়, আমি নিজে আগেরদিন রাতে চেয়ারম্যান জগদম্বিকা পালের জন্মদিন পালন করেছি। আমার হাতে ছ’টা সেলাই পড়েছে। ন্যূনতম সৌজন্য নেই, বিরোধীরা ছাড়া জেপিসির অন্য সদস্যরা আমায় জিজ্ঞেস করেননি যে কী হয়েছে। কমিটি রুম থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পড়তে গিয়েছে। শতাব্দী সেই রক্তের ফোঁটা দেখে আমার কাছে পৌঁছেছে।

আরও পড়ুন-রাতের পর সকালেও তিনি সেই নবান্নেই

এই অভিযোগের পাশাপাশি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ওপেন চ্যালেঞ্জ জানান তিনি। তাঁর কটাক্ষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার। উকিল ছিল নাকি? ওকে চ্যালেঞ্জ করছি। কলেজিয়ামে দুই জন বন্ধুকে ধরে জাজ হয়েছে। একদিন লিগাল পয়েন্টে একটা মামলা লড়ে দেখাক।

Latest article