প্রতিবেদন : ভরদুপুরে রক্তে ভাসল দক্ষিণেশ্বর মেট্রো (dakshineswar metro) স্টেশন! একদল স্কুলছাত্রের বচসার মধ্যেই ছুরি নিয়ে প্রাণঘাতী হামলা। রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই বচসা-হামলায় যুক্ত তিনজনকে আটক করে কী থেকে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনে মেট্রো (dakshineswar metro) থেকে নামে একদল স্কুল পড়ুয়া। প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দোতলায় নামার পরে ফুড স্টলের কাছে নিজেদের মধ্যে বচসায় জড়ায় তারা। সেইসময় হঠাৎ এক ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে অন্য পড়ুয়ার পেটে চালিয়ে দেয়। সহপাঠীরাই আহতকে অ্যাম্বুল্যান্সে করে প্রথমে সাগর দত্ত হাসপাতালে, তারপর সেখান থেকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই মৃত্যু হয় ১৭ বছরের ওই নাবালক স্কুল ছাত্রের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার-সহ স্থানীয় থানার পুলিশবাহিনী। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার অর্থনীতি চাঙ্গা, ঝাড়গ্রামে কর্মিসভায় চন্দ্রিমা