সংবাদদাতা, জঙ্গিপুর : শুক্রবার সন্ধেবেলায় নিজের রেশন দোকান থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতীর হাতে খুন হলেন মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা নেপাল সাহা (৪৮)। দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তারপর মৃত্যু নিশ্চিত করতে খুব কাছ থেকে এক রাউন্ড গুলিও করে। উল্লেখ্য, নেপালের স্ত্রী যমুনা সাহা আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা।
আরও পড়ুন-হলদিয়ায় নতুন বন্দর
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধেবেলা নেপাল দোকানের কিছু কাজ সেরে সন্তোষপুরের বাড়িতে ফিরছিলেন। তিনি যখন দুর্গাপুর গ্রামের কাছাকাছি সেই সময় দুষ্কৃতীরা পথ আটকায়। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে অন্ধকারের সুযোগ নিয়ে আততায়ীরা ঘিরে ধরে এলোপাথাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত নেপালকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা সরাসরি অভিযোগ করেছেন কংগ্রেসের নামে। বলেছেন, দুর্গাপুর গ্রামের বরুণ ঘোষ, বিষ্ণু দলুই-সহ স্থানীয় কিছু কংগ্রেসি এই খুনের ঘটনায় জড়িত। বরুণ, বিষ্ণুর সঙ্গে নেপাল কয়েক বছর আগেও একসঙ্গে কংগ্রেস করত। বছরখানেক আগে নেপাল তৃণমূল কংগ্রেসে যোগ দিলে রাজনৈতিক শত্রুতা তৈরি হয়। তার জেরেই খুন।