সংবাদদাতা, পলতা : পারিবারিক ঝগড়া। স্ত্রীকে সন্দেহ। তার জেরেই বছর ৩২-এর অঞ্জনাদেবীকে খুনের (House wife murder) অভিযোগ বাযুসেনার অফিসার অমরলালের বিরুদ্ধে। পুলিশ বছর ৩৯-এর বায়ুসেনা কর্মী অমরলালকে গ্রেফতার করেছে। শনিবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দেন। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে এর আগেও কানপুরে অমরলালের দেশের বাড়িতে থাকাকালীনও স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার পলতার জওহর কলোনিতে। পলতা বায়ুসেনা ছাউনির সার্জেন্ট পদে কর্মরত অমরলালের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তার স্ত্রী অঞ্জনা দেবীর রক্তাক্ত মৃতদেহ (House wife murder)। ঘটনার পর বেশ কিছুটা নাটক করেন ওই বায়ুসেনা কর্মী। তিনি জানান সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। তিনি দুই মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিলেন। ওই সময় আত্মঘাতী হয়। পুলিশ তা বিশ্বাস করতে নারাজ।