জকোভিচকে ওয়াকওভার দিলেন মারে

একটা সময় রজার ফেডেরার, রাফায়ের নাদাল, জকোভিচের সঙ্গে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে মারের নামও উচ্চারিত হত।

Must read

মাদ্রিদ, ৫ মে : দীর্ঘ পাঁচ বছর পর নোভাক জকোভিচের মুখোমুখি হয়েছিলেন। তাই ম্যাচটা খেলতে মুখিয়ে ছিলেন অ্যান্ডি মারে। দুই টেনিস তারকার ম্যাচ দেখতে উৎসুক ছিলেন দর্শকরাও। কিন্তু বাদ সাধল শারীরিক অসুস্থতা। যার জেরে ম্যাচ শুরু হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগেই নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন মারে। ফলে ওয়াকওভার পেয়ে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিচ।

আরও পড়ুন-২০০ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার

একটা সময় রজার ফেডেরার, রাফায়ের নাদাল, জকোভিচের সঙ্গে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে মারের নামও উচ্চারিত হত। কিন্তু চোট-আঘাতে জর্জরিত মারে গত কয়েক বছরে অনেকটাই পিছিয়ে পড়েছেন বাকি তিনজনের থেকে। এবছর অবশ্য ফিট হয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন তিনি। মাদ্রিদ ওপেনে বেশ ভাল খেলছিলেন। টানা দুটো ম্যাচও জিতেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে মাঝপথেই সরতে বাধ্য হলেন মারে।

Latest article