বাংলায় কথা বলায় শ্রমিকদের মারধর, জয় শ্রীরাম বলতে জোর! ওড়িশায় বজরং দলের বিরুদ্ধে অভিযোগ

Must read

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপিশাসিত ওড়িশায় (Odisha_Migrant Worker) আক্রান্ত মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। পরিযায়ী শ্রমিকরা সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযোগ, যাঁরা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে তাঁরা সকলেই বজরং দলের সদস্য।

চারজনই আহত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। তাঁদের মধ্যে রুহুল শেখের (২২) শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। যাঁরা অত্যাচারিত তাঁদের মধ্যে কয়েকজনের নাম হল- রুহুল শেখ, নাহিদ সরকার, শামীম শেখ। নাহিদের অভিযোগ, তাঁদের শুধুমাত্র বাংলাতে কথা বলার জন্যই নয় তাঁরা মুসলিম বলে তাঁদের উপর মারধর করা হয়েছে। জর করে জয় শ্রীরাম ধ্বনির পরেও চলেছে বেধড়ক মার। তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয় এলাকা ছেড়ে চলে না গেলে পুড়িয়ে মারা হবে। এদিকে রুহুলে কাকার অভিযোগ, সোমবার ওড়িশার (Odisha_Migrant Worker) গঞ্জাম জেলের কুদুরা থানার রানিপাড়া এলেকার মসারি, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট ফেরি করতে বেরিয়েছিলেন। সেখানেই বজরংদলের সদস্যরা আমার ভাইপো রুহুলকে মারধর করেছে।

আরও পড়ুন- তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারলই না নির্বাচন কমিশন!

পুলিশের কাছে আক্রান্তরা সাহায্যের জন্য গেলেও তারা কোনও সাহায্য করেনি। স্থানীয়রাও সকলেই চুপ ছিলেন। এই ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার ওড়িশা-সহ বিজেপিশাসিত বহু রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী ঐক্য পরিষদের সম্পাদক অসিফ ফারুক, বাঙালি পরিযায়ী শ্রমিক ও ছোট ব্যাবসায়ীদের আক্রান্তের বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছেন। অভিযোগ, কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ নেয়নি। তিনি জানিয়েছেন, আবারও এ বিষয়ে চিঠি দেওয়া হবে। আন্দোলনে নামা হবে।

Latest article