কল্যাণ চন্দ্র, বহরমপুর : তিনদিন ধরে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল হতে চলেছে লালবাগে। মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে এই প্রথম অংশগ্রহণ করছে রাজ্য সরকারের পর্যটন বিভাগ। মঙ্গলবার বহরমপুর সার্কিট হাউসে মুর্শিদাবাদ জেলাশাসক এবং ওই সোসাইটির কর্ণধাররা মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত, সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কথা বলেন।
আরও পড়ুন-সংবর্ধনায়, উৎসাহে পালিত নারীদিবস
জেলাশাসক বলেন, ২০১০ সাল থেকে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি জেলার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরতে দেশ-বিদেশের নানান পর্যটককে এনে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল করছে। তাদের এই উদ্যোগকে সামনে রেখে এবার রাজ্য পর্যটন বিভাগ উৎসবে অংশগ্রহণ করছে। মুর্শিদাবাদের হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সন্দীপ নওলাক্ষা বলেন, মতিঝিল এবং কাটগোলা বাগানে ১১ থেকে ১৩ মার্চ তিনদিন ধরে অনুষ্ঠান চলবে।
আরও পড়ুন-স্বৈরাচারী উপাচার্যের মুখে চুনকালি, তীব্র ভর্ৎসনা আদালতের, অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ
ইতিমধ্যেই লালবাগ মহাকুমার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ শহরে দশটি প্রাচীন মন্দির সংস্কার করেছে সোসাইটি। আরও বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দির সংরক্ষণ এবং লালবাগের অন্যান্য ঐতিহ্যকে পুনরুদ্ধারের কাজ চলছে। পাশাপাশি ঐতিহ্য-উৎসাহী, বিনিয়োগকারী, ভ্রমণ ও টুর এজেন্ট এবং পর্যটকদের আকৃষ্ট করতে উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। মুর্শিদাবাদের নবাবের আমলের খাঁটি বাংলা খাবার আগত পর্যটকদের মুগ্ধ করবেই। সঙ্গে লোককাহিনি, নৃত্য ও মুর্শিদাবাদের বিখ্যাত আতশবাজি প্রদর্শনী হবে ওই উৎসবে। সোসাইটির পাশে রাজ্য সরকার এগিয়ে আসায় আর্থ-সামাজিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।