আবার তৃণমূলে ফিরছেন কংগ্রেসে-যাওয়া মোশারফ

তৃণমূলে ফিরতে চলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা জেলার হেভিওয়েট কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল মধুর

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : প্রায় চার বছর পর তৃণমূলে ফিরতে চলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা জেলার হেভিওয়েট কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল মধুর। মঙ্গলবার বহরমপুরে তৃণমূল কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেবেন জেলা তৃণমূল নেতৃত্ব।
মোশারফের তৃণমূলে ফিরে আসার খবর স্বীকার করে নিয়ে দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, শুধু মোশারফ নন, বিরোধী দলের আরও বেশ কিছু পরিচিত মুখ তৃণমূলে যোগদান করতে চলেছেন। মঙ্গলবার তৃণমূলে যোগদানের আগেই দলবিরোধী কাজে যুক্ত থাকার জন্য সোমবার কংগ্রেস মোশারফের দলীয় সদস্যপদ প্রত্যাহার করে দল থেকে বহিষ্কার করেছে।
নওদা ব্লকের প্রাক্তন কংগ্রেস নেতা মোশারফ ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়ী হন এবং জেলা পরিষদের সভাধিপতি হন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন। দলত্যাগ বিরোধী আইনে তাঁর জেলা পরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। একুশে নওদা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে লড়লেও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন।

আরও পড়ুন-হেক্টরের অবসর, বড় বদলের পথে ইস্টবেঙ্গল

তৃণমূলে যোগদানের কথা স্বীকার করে নিয়ে মোশারফ বলেন, বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দিশাহীনভাবে চলছে এবং বিজেপির সুরে কথা বলে। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী একমাত্র ভরসা এবং আস্থার জায়গা। তাই আমি ফের তৃণমূলে ফিরে যাচ্ছি। আমার সঙ্গে প্রায় চার হাজার কর্মী-সমর্থকও যোগদান করবেন। মঙ্গলবার বহরমপুরে তৃণমূল নেতৃত্বের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমি দলীয় পতাকা গ্রহণ করব।

Latest article