১০০তম টেস্টে মুশফিকুর ১০৬

Must read

ঢাকা, ২০ নভেম্বর : গতকালই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ টেস্ট খেলার নজির গড়েছিলেন। বৃহস্পতিবার বিশ্বের ১১ নম্বর ক্রিকেটার হিসাবে শততম টেস্টে সেঞ্চুরির গৌরব অর্জন করলেন মুশফিকুর (Mushfiqur) রহিম। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর (Mushfiqur) এদিনের দ্বিতীয় ওভারেই সিঙ্গলস নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত মুশফিকুর আউট হন ১০৬ রান করেন। তাঁর ২১৪ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। অন্যদিকে, সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাসও। তিনি ১২৮ করে আউট হন। জোড়া সেঞ্চুরিতে ভর দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৭৬ রানে। পাল্টা ব্যাট করতে নেমে, স্বস্তিতে নেই আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ৫ উইকেটে ৯৮ রান। বাংলাদেশের থেকে এখনও ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে আইরিশরা।

আরও পড়ুন-বিজেপি-র গুন্ডাদের হাতে আক্রান্ত ভগবানপুরের তৃণমূলের ২ বিএলএ

Latest article