ট্যুইটার কর্মীদের বিনামূল্যে খাবার বাতিলের সিদ্ধান্ত মাস্কের!

Must read

ট্যুইটার কিনে নেওয়ার পর থেকেই মাইক্রো ব্লগিং সাইটে হেডকোয়ার্টারে একের পর এক চমক এলন মাস্কের (Twitter- Elon Musk)। এবারে কর্মীদের দুপুরে খাওয়ার খরচ নিয়ে হিসাব করলেন মাস্ক। ট্যুইটারে এলন মাস্ক লিখেছেন, প্রতি বছর সংস্থাকে কোটি কোটি টাকার খাবারের দাম মেটাতে হচ্ছে। তাই এখন থেকে নিজেদের খাবারের দাম কর্মীদের পকেট থেকেই দিতে হবে। টুইটার এতদিন পর্যন্ত বিনামূল্যে দিয়ে থাকত। ট্যুইটার ইউজাররা মাস্কের সমালোচনা করা শুরু করলে তার পরিস্কার বার্তা, কর্মীদের দুপুরের খাবারের জন্য অনেক টাকা দিতে হচ্ছে কোম্পানিকে এবং প্রায় কেউই অফিসে আসত না, ফলে বেশিরভাগ খাবার নষ্ট হত।

আরও পড়ুন-কলেজিয়াম ব্যবস্থা খতিয়ে দেখতে রাজি সুপ্রিম কোর্ট

এলন মাস্ক (Twitter- Elon Musk) আরও বলেন, “রেকর্ডের ব্যাজ্জে দেখা যায় যে, সর্বোচ্চ ২৫ শতাংশ এবং গড় ১০ শতাংশের নিচে দুপুরের খাবার খায় কর্মীরা। সকালের খাবার বানানো জন্য বেশি লোক থাকে কারণ ব্রেকফাস্টই করেন সবথেকে বেশি সংখ্যায় কর্মী। তাঁরা রাতের খাবার নিয়ে চিন্তাই করেন না, কারণ তখন অফিসে প্রায় কেউ থাকে না। এটা মূলত ইঙ্গিত করে যে মাস্ক যা বলছিলেন যে, বেশিরভাগ খাবারই নষ্ট হয়ে যায় কর্মীরা অফিসে থাকেন না।

এলনের এই সিদ্ধান্তে অবশ্য কেউই খুব একটা বিস্মিত নন। কারণ, বিগত কয়েক সপ্তাহে কোম্পানীর খরচ কমাতে বেশকিছু কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন। পুরো বোর্ড অফ ডিরেক্টরসকেও বরখাস্ত করেছেন। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করে ছাঁটাইয়ের পথেও হেঁটেছেন মাস্ক।

 

Latest article