প্রতিবেদন : বেঙ্গালুরুতে কর্নাটক বিধানসভার (Karnataka Assembly) সামনে একই পরিবারের আটজন আত্মহত্যার চেষ্টা করায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়। শেষপর্যন্ত তাদের নিরস্ত করেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, বকেয়া পুনরুদ্ধারের জন্য একটি ব্যাঙ্ক অসহায় এক পরিবারের বাড়ি নিলাম করার ফলে পরিবারের সদস্যরা চূড়ান্ত হতাশ হয়ে সপরিবারে আত্মহননের পরিকল্পনা করেন। বুধবার মহিলা ও শিশু সহ পরিবারের সদস্যরা বিধান সৌধের (Karnataka Assembly) বাইরে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। দ্রুত পুলিশ সেই ঘটনা আটকানোর পাশাপাশি পরিবারের সদস্যদের গাড়িতে করে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- মধ্য ও দক্ষিণ গাজায় রাতভর ইজরায়েলের হামলা, হত ৭০
পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, আদা চাষের ব্যবসা শুরু করার জন্য ২০১৬ সালে বেঙ্গালুরু সিটি কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। কিন্তু চাষের কাজে ক্ষতি হওয়ায় তাঁরা লোন শোধ করতে পারেননি। সাহায্য চেয়ে পরিবারটি কর্নাটকের মন্ত্রী জমির আহমেদ খানের কাছে যায়। কিন্তু ঋণের সুদ কমানোর জন্য মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ব্যাঙ্ক উচ্চহার আরোপ করেছে বলে অভিযোগ। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে ব্যাঙ্ক বকেয়া পুনরুদ্ধারের জন্য তাঁদের বাড়ি নিলামের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পরিবারকে চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে বলে অভিযোগ। ব্যাঙ্ক আধিকারিকরা শুধুমাত্র ১.৪১ কোটি টাকায় পরিবারের বাসস্থানের নিলাম প্রক্রিয়া শুরু করেছিল। অথচ, ঐ বাড়িটির বর্তমান বাজারদর প্রায় ৩ কোটি টাকা। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) দুটি ধারার অধীনে পরিবারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই পরিবারের এক মহিলা সদস্যা এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে ন্যায়বিচারের দাবি করেছেন।