Categories: জাতীয়

বিজেপি নেতার স্ত্রী-কন্যাকে বাঁচালেন মুসলিম যুবক

প্রতিবেদন : জীবন বাজি রেখে বিজেপি নেতার পরিবারকে বাঁচালেন মুসলিম যুবক, হাড়হিম করা সেই ঘটনা সেদিন পহেলগাঁওয়ের (Pahalgam attack) ঘটনা। মুসলিম যুবক নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিলেন বিজেপি নেতার স্ত্রী ও কন্যাকে। তখন পরপর গুলি চলছে। জঙ্গিরা ২০ মিটার দূরে দাঁড়িয়ে। ‘গাইড’ নাজাকাত পরোয়া করেননি সেসব। অকুতোভয়ে জঙ্গিদের চোখে ধুলো দিয়ে ঘোড়ায় চাপিয়ে বিজেপি নেতার স্ত্রী-কন্যাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। বিজেপি নেতারা— এরপরও আপনারা বিভাজনের খেলা খেলবেন? হিন্দু-মুসলিম পৃথক করবেন? ধর্ম নিয়ে উসকানি দেবেন? বিজেপি নেতার মুখে সেদিনের ঘটনার বিবরণ শুনলে আর অন্তত ধর্মীয় মেরুকরণের খেলা খেলবেন না মনুষ্যত্ব থাকলে।
পহেলগাঁওয়ে (Pahalgam attack) যখন পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল জঙ্গিরা, তখন জীবন বাজি রেখে দেবদূতের মতো বিজেপি নেতার স্ত্রী-কন্যার সামনে হাজির হন স্থানীয় গাইড নাজাকাত আহমেদ শাহ। নাজাকাতের সেই বীরত্বের কথা জানিয়েছেন খোদ ছত্তিশগড় বিজেপির যুব মোর্চার নেতা অরবিন্দ আগরওয়াল।
সেদিনের ঘটনার পূর্ণ বিবরণ শোনার আগে জেনে নিন কে এই নাজাকাত। নাজাকাত শুধু স্থানীয় গাইড নন, তাঁর আরও একটা পরিচয় হল তিনি সইদ আদিল হুসেন শাহের খুড়তুতো ভাই। পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছেন যে আদিল। পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে তিনি যেতেন বৈসরণ ভ্যালিতে। আর নাজাকাত ছিলেন গাইড। বিজেপি নেতা অরবিন্দ বন্ধুদের সঙ্গে স্ত্রী ও কন্যাকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সপরিবার ছিলেন বৈসরণ ভ্যালিতে। তাঁদের ঘুরিয়ে দেখাচ্ছিলেন নাজাকাত। অতর্কিতে জঙ্গি-হামলা শুরু হতেই কয়েকজন পর্যটকের সঙ্গে নিরাপদ জায়গায় ছিলেন অরবিন্দ। তাঁর স্ত্রী-কন্যা ছিলেন ঘটনাস্থলে। সেই মুহূর্তে বছর আঠাশের স্থানীয় গাইড নাজাকত আহমেদ শাহ তাঁদের ত্রাতা হয়ে আবির্ভূত হন।
ছত্তিশগড়ের চিরিমিরি শহরের বাসিন্দা বছর ৩৫-এর অরবিন্দ জানান, আমি তখন ছবি তুলছিলাম। হঠাৎ গুলি চলা শুরু হতেই আশপাশের পর্যটকরাই আমাকে টেনে সরিয়ে নেয়। আমি বেঁচে যাই। কিন্তু স্ত্রী ও মেয়ে তখন কিছুটা দূরে। নাজাকত সঙ্গে সঙ্গে সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলেন। আমার মেয়ে ও আমার বন্ধুর ছেলেকে নিজের বুকে জড়িয়ে নেন। যতক্ষণ গুলি চলে, মাটিতে মিশে জাপটে ধরে রাখেন ওদের। তারপর নাজাকত কাঁটাতারের ফাঁক দিয়ে তাদের বার করে সাইকেলে চাপিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। আবারও ফিরে আসেন বৈসরণে। অরবিন্দর স্ত্রী পূজার তখনও খোঁজ নেই। প্রায় দেড় কিলোমিটার দূর থেকে পূজাকে উদ্ধার করে অরবিন্দর পরিবারকে নিরাপদে শ্রীনগরে পৌঁছে দেন নাজাকাত। বিজেপি নেতাই বলছেন, নাজাকাত না থাকলে যে কী হত জানি না। স্ত্রীর জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল, নতুন পোশাক দেন স্থানীয়রাই। এই সাহসিকতার পরও নাজাকাত নির্বিকার। এরপর অন্তত বিজেপি নেতারা একটু বুঝুন। বন্ধ করুন ধর্মীয় বিভাজনের খেলা।

আরও পড়ুন- উত্তর দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক নজর ঘোরাতে হাওয়া গরমের পুরনো খেলা, পাঁচ প্রশ্নের মিলল না উত্তর

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

36 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago