ভবিষ্যতেও তাদের উন্নয়নে কাজ চলবে, বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Must read

৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস (International Day of World’s Indigenous Peoples)। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি নিজেই এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানালেন।

আরও পড়ুন- শ্বেতপত্র অভিষেকের চ্যালেঞ্জে নীরব নির্মলা, রাজ্যসভায় তুমুল হইচই তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আজ বিশ্ব আদিবাসী দিবস (International Day of World’s Indigenous Peoples) উপলক্ষ্যে সমস্ত আদিবাসীদের আন্তরিক শুভেচ্ছা! বাংলায় আমরা এই দিনটিকে ‘আদিবাসী দিবস’ হিসেবে পালন করি। এই দিনে, আমরা আমাদের সমাজ এবং পরিবেশে আদিবাসী ভাইদের অমূল্য অবদানকে সম্মান করি এবং রাজ্যজুড়ে তাদের প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প উদযাপন করি। আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকব। আমাদের সরকার আদিবাসীদের ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি পৃথক বিভাগ তৈরি করেছি এবং তাদের অধিকার সমুন্নত রাখতে এবং রক্ষা করতে এবং তাদের কল্যাণে মনোযোগ দেওয়ার জন্য বেশ কয়েকটি উন্নয়ন বোর্ড গঠন করেছি। তাদের জমি রক্ষায় আমরা আইন নিশ্চিত করেছি। আমরা ভবিষ্যতেও আদিবাসী ভাই-বোনদের উন্নয়নে আমাদের কাজ চালিয়ে যাব।
জয় জোহর!”

Latest article