মঙ্গলবার গেটওয়ে অব ইন্ডিয়ার (Gateway Of India) কাছে আবদুল্লা শরিফ নামের একটি সন্দেহজনক নৌকা ঘুরতে দেখা যায়। সন্দেহ হওয়ায় নৌকাটিকে আটক করে পুলিশ। নৌকায় যে তিনজন ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকেই জানা যায়, নৌকাটি কুয়েতের (Kuwait)। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। ২৬/১১ হামলার স্মৃতি এখনও মেটেনি। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে মুম্বইয়ে পৌঁছেছিল আজমল কাসব ও তাঁর সঙ্গীরা। ৬০ ঘণ্টা ধরে সন্ত্রাসবাদীদের তাণ্ডব সকলের কাছেই আতঙ্কের। গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে তাজ হোটেল থেকে হাসপাতাল, রেলস্টেশন, ইহুদি ধর্মীয় কেন্দ্র সর্বত্র হামলা চালানো হয়। এই ঘটনায় মৃত্যু হয় ১৬৬ জনের।
আরও পড়ুন-সর্বগ্রাসী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে
“আবদুল্লা শরিফ” নামের সন্দেহজনক নৌকাটি আটক করে পুলিশ। নৌকায় যে তিনজন ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, আটক তিনজন তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা। তাদের কাছ থেকে যদিও এখনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তাঁরা কুয়েতের একটি ফিশিং কোম্পানিতে কাজ করত। সেখানের মালিক অত্যাচার করত, বেতন দিত না। শুধু তাই নয়, তাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে। ওই তিনজন মিলে কোম্পানির একটি নৌকা চুরি করে দেশের দিকে যায়।
আরও পড়ুন-শীতে বাড়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি
এই মর্মে এক পুলিশ আধিকারিক জানান, ‘তিন যুবক জানায় একটানা ১২দিন ধরে নৌকা চালিয়ে তারা মুম্বইয়ে এসে পৌঁছেছে। খাবার ফুরিয়ে যাওয়ায় বিগত ৩-৪ দিন ধরে তারা কিছু খায়নি। তাজ হোটেলের কাছে সমুদ্রে ভাসছিল নৌকাটি। সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশিতে এখনও অবধি তেমন কিছু পাওয়া যায়নি।’ স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠেছে উপকূলের নিরাপত্তা নিয়ে।