আলমারিতে সঞ্জয় রাইয়ের ভাগনির দেহ

Must read

প্রতিবেদন : আলমারির ভিতরে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ভবানীপুরে! বাবা ও সৎমায়ের বিরুদ্ধে কিশোরীর উপর অত্যাচারের প্রতিবাদে মারমুখী স্থানীয়রা। সোমবার কালীপুজোর রাতেই আলিপুর থানার বিদ্যাসাগর কলোনি এলাকায় আলমারির ভিতরে বছর দশেকের স্কুলছাত্রীর দেহ উদ্ধার হয়। তাৎপর্যপূর্ণভাবে মৃত কিশোরী সঞ্জনা সিং (১০) সম্পর্কে আরজি করের ধর্ষণ-কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় রাইয়ের ভাগনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন— সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- কালীপুজোর রাতে পুলিশের জালে ৬৪০, উদ্ধার ৮৫১ কেজি শব্দবাজি

পুলিশ সূত্রে খবর, আরজি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত আসামির বড় দিদির মেয়ে মৃত কিশোরী ভবানীপুরের একটি ইংরেজিমাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত। কয়েকবছর আগে তার মা আত্মঘাতী হলে সঞ্জয়ের ছোট দিদির কাছে থাকত সে। কিন্তু কিছুদিন পর নিজের শ্যালিকাকেই বিয়ে করেন কিশোরীর বাবা। স্থানীয়দের অভিযোগ, বাবা ও সৎ মা কিশোরীর উপর ক্রমাগত মানসিক ও শারীরিক অত্যাচার চালাত।

মঙ্গলবার তাঁরা বাড়ি থেকে বের হতেই তাঁদের উপরে চড়াও হয় প্রতিবেশীদের একাংশ। প্রকাশ্যে দুজনকে মারধর এমনকী জুতোপেটাও করেন তাঁরা। কিশোরীকে খুন করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করে অবিলম্বে তাঁদের শাস্তির দাবিও করা হয়েছে।

Latest article