আরজিকরে রহস্য-মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, তদন্তে পুলিশ

Must read

প্রতিবেদন : সাতসকালে চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College and Hospital)। উঠেছে খুনের অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। শুক্রবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে এক তরুণী চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণী আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College and Hospital চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং)। রাতে তাঁর ডিউটি ছিল আউটডোরে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর খাবার খেতে গিয়েছিলেন তিনি। এবং তখনই শেষবার দেখা যায়। তারপর এদিন সকালে সেমিনার রুম খুললে সেখানে ওই তরুণীর মৃতদেহ দেখতে পান তাঁর সহকর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সিপি বিনীত গোয়েল। ঘটনাস্থলে আসেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। এই নিয়ে হাসপাতালের তরফে এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ জানিয়েছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। হাসপাতালের তরফে একটি কমিটি গঠন করে নিরপেক্ষভাবে ঘটনার ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে। নিরপেক্ষ জায়গায় ওই কমিটির তত্ত্বাবধানে হবে ময়নাতদন্তও। মৃত তরুণীর বাবা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ফোন করে কথা বলেছেন। তিনি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন-কর্মদক্ষতা প্রশংসনীয়! শীর্ষ ৪ পুলিশ আধিকারিককে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক সম্মান

Latest article