বিজেপি রাজ্যে নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু, ভুবনেশ্বরে দিল্লির দূতাবাসের কর্তারা

ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে নেপালি ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছিলেন বলেই কর্তৃপক্ষ তাঁদের অবিলম্বে হস্টেল ছাড়ার নির্দেশ দেয়।

Must read

প্রতিবেদন: ভুবনেশ্বরে কিট বিশ্ববিদ্যালয়ে নেপালি (Nepali) ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিকার চাইতে দিল্লির নেপাল দূতাবাসের ২ পদস্থ কর্তা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নির্দেশেই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, রহস্যমৃত্যুর ঘটনার পরেই এই বিশ্ববিদ্যালয়ে সমস্ত নেপালি ছাত্রকে জোর করে হস্টেল থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন-মুর্শিদাবাদে তৈরি হচ্ছে উন্নত মানের গমস্টোরেজ, মানুষ সহজে পাবে গম

ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে নেপালি ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছিলেন বলেই কর্তৃপক্ষ তাঁদের অবিলম্বে হস্টেল ছাড়ার নির্দেশ দেয়। এর প্রতিবাদে ফেটে পড়ে বিভিন্ন ছাত্র সংগঠনও। নেপালে প্রধানমন্ত্রীর নির্দেশে দিল্লির দূতাবাসে দুই কর্তা নেপালি ছাত্রদের সঙ্গে কথা বলে তাঁদের ভুবনেশ্বরে থেকে যাওয়া কিংবা দেশে ফেরার ব্যবস্থা করবেন।

Latest article