সংবাদদাতা, মালদহ : আরজি কর (RG Kar student) মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়া অনিন্দিতা সোরেনের মৃত্যু ঘিরে রহস্য। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মেয়ে অনিন্দিতার স্বপ্ন ছিল বড় ডাক্তার হওয়ার। পড়াশোনার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় পুরুলিয়ার উজ্জ্বল সরেনের সঙ্গে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। উজ্জ্বল মালদহ মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ুয়া। পরিবারের অভিযোগ, প্রেমিক উজ্জ্বলের সঙ্গে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদহে আসে। শহরের একটি হোটেলে ওঠে দুজনে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু মাঝপথেই গভীর রাতে মৃত্যু হয়। অনিন্দিতার মা আলপনা, বাবা জোসেফ এবং দাদা অনুপমের অভিযোগ, ওঁকে ওষুধ খাইয়ে মারা হয়েছে। এটা আত্মহত্যা নয়, খুন। অবিলম্বে অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরিবারের ধারণা, অনিন্দিতা গর্ভবতী ছিলেন। সেই নিয়ে উজ্জ্বলকে বিয়ের রেজিস্ট্রির কথা বলেছিলেন। এনিয়ে ওঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। অভিযোগ, মানসিক অত্যাচারও করছিল উজ্জ্বল। অভিযুক্ত উজ্জ্বল ঘটনার পর থেকেই বেপাত্তা। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- বিজেপির ভাষাসন্ত্রাস প্রতিবাদের ঝড় তুলবে আইএনটিটিইউসি : ঋতব্রত