তৃণমূল নেতার রহস্যমৃত্যু

Must read

সংবাদদাতা, বারাকপুর: উত্তর ২৪ পরগনার বারাকপুরের তৃণমূল (TMC) শ্রমিক নেতার অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম হান্নান গাজি। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। তবে পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে হান্নান গাজিকে। তদন্তে নেমে ইতিমধ্যে অভিষেক নন্দী নামে তাঁরই এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করেছে টিটাগড় থানার পুলিশ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার পলতার কালিয়ানির ঘটনা। পুলিশ জানিয়েছে, হান্নান গাজি তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পলতা শহরের সভাপতি ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে হান্নানকে গাড়ি চাপা দিয়ে খুন করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- পানাগড়-কাণ্ডে বাবলুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

Latest article