সংবাদদাতা, মালদহ : গৌড় মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে মালদহ কলেজের পর। পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে গৌড় মহাবিদ্যালয় অবস্থিত। এবার ন্যাকের পরিদর্শনে বি গ্রেড অর্জন করল গৌড় মহাবিদ্যালয়। জানা গেছে,ভারতে কলেজ আছে প্রায় পঞ্চান্ন হাজার, যার মধ্য ন্যাক করাতে পেরেছে পনের হাজারের মতো, তার মধ্য তৃতীয় চক্র স্পর্শ করেছে মাত্র ২০০০ কলেজ। এর মধ্যে রয়েছে মালদহের গৌড় মহাবিদ্যালয়। গৌড় মহাবিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও একটি মাইলফলক স্পর্শ করল। গত ৩০ ও ৩১ জানুয়ারি ন্যাকের তৃতীয় চক্রের পরিদর্শনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানটি বি গ্রেড অর্জন করে।
আরও পড়ুন-কয়লাশিল্প নিয়ে কেউ ভুল বোঝাতে এলে কান দেবেন না, বললেন অনুব্রত
এই স্বীকৃতি প্রতিষ্ঠানের শিক্ষাগত মান, অবকাঠামো ও সামাজিক অবদানের প্রতি ন্যাকের আস্থার প্রতিফলন। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মালদহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গৌড় মহাবিদ্যালয়। ২০২৫ সালের ৩০ ও ৩১ জানুয়ারি ন্যাকের তৃতীয় চক্রের মূল্যায়নের মুখোমুখি হয়। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে ন্যাকের এই পরিদর্শন শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি পূর্ববর্তী স্বীকৃতির ধারাবাহিকতা ও ভবিষ্যতের শিক্ষানীতির ভিত্তি রচনা করে। প্রতিষ্ঠানটি ন্যাকের মানদণ্ড পূরণে সহায়ক ভূমিকা রাখে। গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.অসীম সরকার জানান, ন্যাকের নির্দেশিকা অনুসারে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছি।