ন্যায্যমূল্যে সারের জোগান অব্যাহত রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ নবান্নের

চলতি খরিফ ও আসন্ন রবি মরশুমে কৃষিক্ষেত্রে ন্যায্যমূল্যে সারের জোগান নিয়মিত রাখতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।

Must read

চলতি খরিফ ও আসন্ন রবি মরশুমে কৃষিক্ষেত্রে ন্যায্যমূল্যে সারের জোগান নিয়মিত রাখতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবার সারের জোগান-সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নবান্নে বিভাগীয় সচিব ওঙ্কার সিং মীনা, বিভিন্ন জেলার কৃষি উন্নয়ন আধিকারিক ও সার উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সারের কালোবাজারি রুখতে বাজারে নিয়মিত নজরদারি ছাড়াও সরকারের তরফে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-পোস্ট মুছে সুখেন্দুর আর্জি কড়া ব্যবস্থা নেবেন না

পাশাপাশি সরকারি সহায়ক মূল্যে চাহিদা অনুযায়ী পটাশ সার চাষিদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সার মন্ত্রকের কাছে দাবি জানাবে বলেও বৈঠকে জানানো হয়। এছাড়া বৈঠকে বাংলা শস্যবিমা যোজনা, মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে জমা পড়া কৃষি সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি, কৃষি যন্ত্রাংশ ভাড়া দেওয়ার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। এখন থেকে স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ে এবং ধান কেটে মাঠে ফেলে রাখার সময় যে কোনও দুর্যোগে কৃষির কোনও ক্ষতি হলে শস্যবিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

Latest article