প্রতিবেদন : ভিন রাজ্যে আটক করে বাংলার শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে এই প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রকে কড়া বার্তা দিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রকে বার্তা পাঠানো হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দেগে দেওয়ার আগে রাজ্যকে জানাতে হবে। পুশব্যাক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি যাচাই করতে হবে।
নবান্নের তরফে স্পষ্ট বার্তা, আটক শ্রমিকদের তথ্য আগে রাজ্য সরকারকে জানাতে হবে। রাজ্য সরকার সেই তথ্য খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট পাঠাবে। তারপরেও যদি আটক ব্যক্তি প্রকৃত অনুপ্রবেশকারী হন, তাহলেই শুধুমাত্র পুশব্যাক করা যেতে পারে। সম্প্রতি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার কয়েকজন বাসিন্দাকে মহারাষ্ট্র পুলিশ আটক করে আগরতলায় নিয়ে গিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই বিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণ অন্ধকারে ছিল। পরে ওই ব্যক্তিরা বাংলাদেশ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে গোটা বিষয়টি সামনে আসে। তারপর বিএসএফের সহায়তায় তাঁদের ফেরানোর উদ্যোগ নেয় রাজ্য।
আরও পড়ুন-কুলতলিতে সমবায় সমিতির ভোটে বিশাল জয় তৃণমূলের
এই ঘটনার পরেই সক্রিয় হয় নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ও নবান্ন থেকে কেন্দ্র এবং বিজেপি-শাসিত রাজ্যগুলির ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, রাজ্যের বৈধ বাসিন্দাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের সামিল। নবান্নের বার্তা ভবিষ্যতে কোনও ব্যক্তিকে পুশব্যাক করার আগে রাজ্যকে না জানালে প্রতিটি ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করবে রাজ্য সরকার।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…