নবি দিবস পালন

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : রবিবার হজরত মহম্মদের জন্মদিবস উপলক্ষে পালিত নবি দিবসের (Nabi Diwas) অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে হল শোভাযাত্রা। রবিবার কয়েকশো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। ইসলামপুর মার্কেটিং ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাস টার্মিনাস হয়ে জাতীয় সড়ক ধরে ইসলামপুর কোর্ট ময়দানে এসে শেষ হয় এই শোভাযাত্রা। এদিন এই মিছিলে যোগ দিয়েছে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে পানীয় জলের বোতল তুলে দেওয়া হয় ইসলামপুর পুরসভার তরফে। পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে (Nabi Diwas)। ইটাহার গুলশান কমিটির উদ্যোগেও হয় শোভাযাত্রা। ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি কার্তিক দাস, কমিটির সদস্য মৌলানা হাজিকুল‌ ইসলাম, মুরাদ হোসেন, সাহেরুল হক, কাজি রেজাউল করিম ওহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন-ছটপুজোয় প্রশাসনের জোরদার নজরদারি

Latest article