কেন্দ্রের লাগাতার আর্থিকভাবে বঞ্চনা বাংলার প্রতি। তার মধ্যেই গোটা দেশে উন্নয়নমূলক কাজে পথ দেখাচ্ছে বাংলা। জলের গুণগত মান পরীক্ষার জন্য ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিবারেশন ল্যাবরেটরি বা এনএবিএল (NABL) দ্বারা স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যায় পশ্চিমবঙ্গ সর্বপ্রথম। তথ্য ও পরিসংখ্যান দিয়ে দাবি করল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। ২৫ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ২১৬টি ল্যাবরেটরি এনএবিএল দ্বারা স্বীকৃত। এছাড়াও রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় একটি এনজিও দ্বারা পরিচালিত ল্যাবরেটরি, ৭টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট। এই পরিসংখ্যানের ধারে কাছে নেই অন্য কোনও রাজ্য।
আরও পড়ুন: জামিনে শুধু তথ্য নয়, কাজে লাগান বিবেকও : ডি চন্দ্রচূড়
বিজেপির ডাবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশে এনএবিএল স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা ৫৬। গুজরাতে এনএবিএল স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা ৭৫। বিজেপি শাসিত রাজ্য অসমে ৭৬টি। মহারাষ্ট্রে রয়েছে ১৭৬টি, মধ্যপ্রদেশে রয়েছে ১৫৫টি। দেশের সব ক’টি রাজ্যের পরিসংখ্যান ভালো করে দেখলে দেখা গিয়েছে, ২০০ ঘরে কোনও রাজ্যে এনএবিএল স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা নেই।