অবসরে গলফই নাদালের জীবন

Must read

মাদ্রিদ, ৫ ফেব্রুয়ারি : গত নভেম্বরে পেশাদার টেনিস সার্কিট থেকে অবসর নিয়েছেন। প্রায় তিনমাস হয়ে গেল, টেনিসের সঙ্গে সেভাবে কোনও যোগাযোগ নেই রাফায়েল নাদালের (Rafael Nadal)। আপাতত সময় কাটাচ্ছেন গলফ খেলে। পাশাপাশি নাদাল সাফ জানাচ্ছেন, টেনিসকে এখন আর সেভাবে তিনি মিস করছেন না। বরং এই অবসর জীবনটা তিনি দারুণ উপভোগ করছেন।
স্প্যানিশ মিডিয়ার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নাদাল (Rafael Nadal) বলেছেন, ‘‘আমি ভালই আছি। জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। সত্যি কথা বলতে কী, টেনিসকে খুব একটা মিস করছি না। সব মিলিয়ে নিজের মতো রয়েছি।’’ ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ তারকার সংযোজন, ‘‘টেনিস জীবনের শেষ কয়েকটা বছর খুব কঠিন কেটেছে। টেনিসের প্রতি টান অনুভব না করার এটাও হয়তো একটা কারণ। তবে মাত্র তিনমাস হল অবসর নিয়েছি। এখনই বিস্তারিতভাবে বলা সম্ভব হচ্ছে না। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’’
নাদাল আরও জানিয়েছেন, ‘‘খেলোয়াড় জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ভাল লাগে এমন অনেক কিছু করতে পারিনি। অবসর জীবন আমাকে সেই কাজগুলো করার স্বাধীনতা দিয়েছে। ছোটবেলায় টেনিস ছাড়াও ফুটবল ও গলফ আমার প্রিয় খেলা ছিল। কিন্তু পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার পর, ওই খেলাগুলো আর খেলতে পারতাম না। এখন যেমন চুটিয়ে গলফ খেলছি। মনে হচ্ছে যেন, ছোটবেলার সময়টা ফিরে পেলাম।’’

আরও পড়ুন- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গিরিশৃঙ্গ জয়ে সাড়া ফেললেন ঘাটালের আবির

Latest article