ঘুরিয়ে জোকারকেই দুষলেন নাদাল

অস্ট্রেলিয়া সরকার জকোভিচের ভিসা বাতিল করার পরই তীব্র বিতর্ক দেখা দিয়েছে। রাজনীতির শিকার হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা,

Must read

মেলবোর্ন, ৬ জানুয়ারি : ভিসা বাতিল ও প্রতিষেধক বিতর্কে নোভাক জকোভিচের প্রতি সমবেদনা জানিয়েও পরোক্ষে তাঁর সমালোচনাই করলেন রাফায়েল নাদাল।
মেলবোর্ন পার্কে এখন একটি এটিপি টুর্নামেন্ট খেলতে ব্যস্ত রাফা। এরপর খেতাব জয়ের লক্ষ্যে নামবেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু জোকার মেলবোর্ন পার্কে নামতে না পারলে দুই মহারথীর টক্কর দেখার সুযোগ হাতছাড়া হবে টেনিসপ্রেমীদের। তার মধ্যে এই বিতর্কের আবহে জকোভিচের প্রতি সমবেদনা জানিয়েও নাদাল বলে দিলেন, ‘‘জোকারের সঙ্গে যা ঘটল, তা আমার একেবারেই ভাল লাগেনি। ওর জন্য সত্যিই খারাপ লাগছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, অন্তত মাসখানেক আগেই ও এই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। প্রতিষেধক ছাড়া অস্ট্রেলিয়ায় পা দিলে যে সমস্যার মুখে পড়তে হতে পারে, জোকার তা জানত ভাল করেই। তাহলে ও কেন ঝুঁকি নিল?” প্রশ্ন তুলে ঘুরিয়ে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর সমালোচনাই করলেন নাদাল।

আরও পড়ুন-নেতৃত্বে মিতালি, বাদ জেমাইমা-শিখা, মেয়েদের বিশ্বকাপ দলে বাংলার ঝুলন, রিচা

অস্ট্রেলিয়া সরকার জকোভিচের ভিসা বাতিল করার পরই তীব্র বিতর্ক দেখা দিয়েছে। রাজনীতির শিকার হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা, এমনও বলা হচ্ছে। আদালতের দ্বারস্থ হয়েছেন জোকার। তাঁর পাশে আছে সার্বিয়া সরকার। ভিসা বাতিলের বিরুদ্ধে ১০ জানুয়ারি আদালতে পরবর্তী শুনানি।

Latest article