মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলার বাড়ি প্রকল্পে নজির গড়ে শীর্ষে নদিয়া

Must read

অর্ক দাস, নদিয়া: নদিয়ার উন্নয়নের পালকে আরও একটি মুকুট জুড়তে চলেছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ির (Banglar Bari) কাজে রাজ্যে শীর্ষস্থান থেকে নদিয়া জেলা অনন্য নজির সৃষ্টি করেছে। ইতিমধ্যে ৬২ শতাংশ কাজ পূর্ণ করে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্থানাধিকারের চেয়ে অনেকটাই এগিয়ে নদিয়া জেলা। বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে দ্বিতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুর ২৪ শতাংশ, তৃতীয় মুর্শিদাবাদ মাত্র ৮ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছে । সে ক্ষেত্রে ৬২ শতাংশে পৌঁছে গিয়ে ১০০ শতাংশ কাজ সম্পন্ন করতে বেশি সময় লাগাবে না নদিয়ার, বলাই বাহুল্য। জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় দফার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বাংলার বাড়ি প্রকল্পে। নদিয়ার বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ৪৬,৩৭৬ জন উপভোক্তাকে। গত বছর ডিসেম্বরে এই টাকা দেওয়া হয়েছিল। ২০২৫-এর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন ৪৫,৮৯৮ জন উপভোক্তা। পরবর্তী কাজে গতি আনার জন্য জেলা প্রশাসনের তরফে ‘বাড়ি সম্পূর্ণকরণ সপ্তাহ’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়। তাতে বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসন উপভোক্তারা তাঁদের বাড়ি তৈরির কাজ কতটা সম্পন্ন করতে পেরেছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে আনে। দেখা যায় জেলায় ২৮,৭৮৭ জন উপভোক্তা বাড়ির কাজ ও কিস্তির টাকা পাওয়া ৬২ শতাংশ উপভোক্তা কাজ শেষ করেছেন। এতে খুশি প্রশাসনিক আধিকারিকেরা। নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান, বাংলার বাড়ি প্রকল্পের কাজে আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম বাড়ি তৈরির কাজকে ত্বরান্বিত করতে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সপ্তাহে সপ্তাহে বাংলার বাড়ির কাজের অগ্রগতির আপডেট নিয়ে তারা জেলা প্রশাসনকে বিস্তারিত তথ্য জানাবে।

আরও পড়ুন: বিজেপির পরিযায়ী নেতাকে ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস

Latest article