সংবাদদাতা, নদিয়া : নদিয়ার বিভিন্ন জায়গায় তৈরি হয় বিভিন্ন হস্তশিল্প, তাঁতের শাড়ি। দেশ জুড়ে তা বিপণনের পথ করে দিতে এগিয়ে এল ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া। রবিবার দিল্লি থেকে ওই সংস্থার মহিলা কমিটির এক প্রতিনিধিদল নদীয়ার শান্তিপুর ব্লকের শান্তিপুর, ফুলিয়া ও রানাঘাট ব্লকের হবিবপুর-সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শনে এলেন। ফুলিয়ায় একটি বৈঠক হয় এ উপলক্ষে। সেখানে উঠে আসে বিভিন্ন কৃষিজ ফসল, ফল প্রক্রিয়াকরণ নিয়ে প্রশিক্ষণের কথাও।
আরও পড়ুন-জেতার পর বাড়ি-বাড়ি সুপ্রকাশ
সোমা রায় নামে এক প্রতিনিধি জানিয়েছেন, ‘ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি হাটের ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে রয়েছে এমন একটি হাট। যে হাটে বিভিন্ন কোঅপারেটিভের সঙ্গে জড়িত মানুষ তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করার সুযোগ পান। ভারতে রয়েছে আট লক্ষ সমবায়। নদিয়ার বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি-সহ বিভিন্ন রকম জিনিস যাঁরা তৈরি করেন, তাঁদের উৎপাদিত সামগ্রী সমবায়ের মাধ্যমে ওই হাটে যাতে বিক্রি করা যায়, তা দেখতে তাঁরা দিল্লি থেকে এসেছেন।’ তিনি বিভিন্ন জায়গা ঘুরে জিনিসপত্র দেখেন। নিজেদের উৎপাদিত সামগ্রী বিক্রির বৃহত্তর ক্ষেত্র তৈরি হলে, তাঁদের আর্থিক রোজগারের সুযোগ বাড়বে বলে হস্তশিল্পীরা উৎসাহী।