তুহিন শুভ্র আগুয়ান, দিঘা: বিশ্ব ভ্রমণে বেরিয়ে এবার সাইকেলে চেপে জগন্নাথধাম (Jagannathdham Digha) দেখতে এলেন কর্ণাটকের নাগরাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সমুদ্র তীরে গড়ে ওঠা তীর্থক্ষেত্র নিজের চোখে প্রত্যক্ষ করতে মঙ্গলবার সকালেই হাজির হন দিঘায় জগন্নাথধামের সামনে। সেখানে বিশ্বশান্তি ও সনাতন ধর্মের কথা শোনালেন কর্ণাটকের হাসান জেলার নাগরাজ গৌড়া।
নাগরাজের দাবি, যারা রাজনীতির জন্য বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কালি লাগান তাদের পশ্চিমবঙ্গে গিয়ে দেখে আসা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম। সকলের মুখে শুনেছেন জগন্নাথধামের (Jagannathdham Digha) কথা। মঙ্গলবার মহাযজ্ঞের দিন সকাল সকাল ওড়িশা হয়ে দিঘায় হাজির হলেন নাগরাজ। তাঁর বয়স প্রায় ৬০। ২০১৭ সালে বাড়িঘর ছেড়ে ধর্ম প্রচার ও শান্তির বার্তা নিয়ে সাইকেলে বেরিয়ে পড়েছিলেন তিনি। ইতিমধ্যে ১৭টি রাজ্য ভ্রমণ করেছেন নাগরাজ। দেখা করেছেন পাঁচজন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। হাত মিলিয়ে জল অপচয় রোধের বার্তা দিয়েছেন তিনি। দেখা করেছেন সোনু সুদের মতো বিখ্যাত মানুষজনদের সঙ্গে।
আরও পড়ুন- অতুলের প্রচারের পরই কাশ্মীরে বন্ধ প্রায় ৫০টি পর্যটনকেন্দ্র! বিরাট জঙ্গি হামলার ছক
এমন পরিস্থিতিতে দিঘার জগন্নাথ মন্দিরের কথা বিভিন্ন রাজ্যের লোক মুখে শুনেছেন নাগরাজ। সেই কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থাপত্য কৃর্তী নিজের চোখে প্রত্যক্ষ করতে সাইকেলের হ্যান্ডেল ঘুরিয়ে দিঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন নাগরাজ। এদিন সকালে ঘুরে দেখেন জগন্নাথধাম। সকলকে সনাতন ধর্ম ও জগন্নাথের কথা শোনান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য বুধবার জগন্নাথ মন্দির উদ্বোধন পর্যন্ত থাকবেন তিনি। মন্দিরের জন্য শুভেচ্ছা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর তিনি যাবেন পুরীর জগন্নাথ মন্দিরে। সেখান থেকে কন্যাকুমারী। এরই মাঝে পথে পথেই নাওয়া- খাওয়া সারছেন নাগরাজ।
নাগরাজের সাইকেলে চড়ে দিঘায় জগন্নাথধাম আসার কথা শুনে তাকে দেখতে ভিড় জমান অনেকেই। কেউ আবার তুলতে থাকেন সেলফি। নাগরাজ জানান, “গোটা বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি। বাড়িতে আমার কেউ নেই। সকলকে শান্তির বার্তা ও সনাতনের প্রচার করার জন্য আমার এই সাইকেল যাত্রা।”