নজরুল গ্রেফতার

সচতুর কায়দায় আত্মগোপনে সিদ্ধহস্ত ফেরার নজরুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

Must read

খোঁজ পাওয়া যাচ্ছিল না। সচতুর কায়দায় আত্মগোপনে সিদ্ধহস্ত ফেরার নজরুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত নজরুলকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। গোপন সূত্রের খবরে শুক্রবার সকালে ঢাকার মোহাম্মদপর এলাকায় অভিযান চালায় র‍্যাব। জালে পড়ে নজরুল।

আরও পড়ুন-মোদি সরকারের ৯৬ মাস অর্থনীতির নাভিশ্বাস

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মইন জানিয়েছেন, গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে ফেরার আসামি নজরুল ইসলামকে। মুক্তিযুক্তের সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়তের প্রাক্তন নেতা রেজাউল করিম মন্টু, শহিদ মণ্ডল এবং নজরল ইসলামকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মন্টু ও শহিদ জেলেই রয়েছে। পালিয়ে যায় নজরুল। এই তিনজনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ ছিল।

Latest article