প্রতিবেদন : শুক্রবার মোহনবাগান ক্লাব তাঁবুতে ফের পিকে-অমল যুগলবন্দি! কিংবদন্তি কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের (PK Banerjee) নামে অত্যাধুনিক জিমন্যাসিয়ামের উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রয়াত পিকের বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায়। পিকের নামাঙ্কিত মাল্টিজিমের উদ্বোধনে থাকবেন আরেক কিংবদন্তি কোচ অমল দত্তর মেয়ে নূপুর দত্তও।
মোহনবাগানের কোচ হিসেবে পিকে যেমন সফল, তেমনই সবুজ-মেরুনের প্রশিক্ষক হিসেবে প্রয়াত অমল দত্তর সাফল্যও কিছু কম নয়। তবে শতাব্দীপ্রাচীন ক্লাবে তাঁর নামে এখনও কিছু করা হয়নি। যদিও শুক্রবারের অনুষ্ঠানে অমলের নামেও নতুন কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা সময় ছিল দুই প্রধানের কোচ হিসেবে পিকে-অমলের (PK Banerjee) দ্বৈরথ ময়দান সরগরম করে রাখত। শুক্রবার সেই স্মৃতি ফের তাজা হবে মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে। অনেকেই ডুব দিতে চান সেই সময়ের ময়দানের স্মৃতিতে। পিকের ভোকাল টনিক বা অমলের ফুটবল-মস্তিষ্ক আজও মনে রেখেছেন সবাই।
ক্লাবের তরফ থেকে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘অমল দত্তকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তার জন্যই ওঁর মেয়েকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সবুজ-মেরুন তাঁবুতে জিম উদ্বোধন করবেন ডিভিসির চেয়ারম্যান আর এন সিং। এছাড়া সুব্রত ভট্টাচার্য, বিদেশ বসু, শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, শিশির ঘোষ এবং হোসে র্যামিরেজ ব্যারেটোর মতো ক্লাবের একঝাঁক প্রাক্তন তারকা উপস্থিত থাকবেন। সদ্য এএফসি প্রো লাইসেন্স করা ক্লাবের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হবে।
আরও পড়ুন: প্রয়াত পরিচালক প্রদীপ সরকার, শোকজ্ঞাপন করেছেন অভিনেতারা