প্রতিবেদন : অফলাইনে ভোটার (new Voter) তালিকায় নাম তুলতে পারবেন না নতুন ভোটাররা (new Voter)। নাম তোলা যাবে শুধুমাত্র অনলাইনে। নতুন ভোটাররা ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারবেন। এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুই ভাবেই নাম তোলার আবেদন জানানো যেত। কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। আপাতত অফলাইন নয়, অনলাইনেই নাম তুলতে হবে। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। কমিশন জানিয়েছে, যে হেতু ‘ই-সাইন’-এর প্রয়োজন তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা হবে। আগামী ৯ ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তার পরেই তালিকায় নাম তুলতে আবেদন জানাতে পারবেন নতুন ভোটাররা।
আরও পড়ুন-জারি অর্থ দফতরের নয়া নির্দেশিকা

