প্রতিবেদন: আগেই আপত্তি জানিয়েছিল চিন। মার্কিন যুক্তরাষ্ট্র গা করেনি। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি-সহ পার্লামেন্টের সাত সদস্যের প্রতিনিধিদল ভারতে বসবাসকারী তিব্বতি ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করার পর ফের কড়া প্রতিক্রিয়া চিনের। বেজিং বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তিব্বতকে চিনের অংশ হিসেবে স্বীকার না করে, তাহলে তারাও পাল্টা কঠোর ব্যবস্থা নেবে। অবশ্য চিনের এই হুমকিকে আদৌ আমল দেননি ন্যান্সি পেলোসি। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ম্যাকলয়েডগঞ্জে নির্বাসিত তিব্বত সরকারের সদর দফতরে গিয়ে ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করার পর ন্যান্সি বলেন, তিব্বতি এই ধর্মগুরু দীর্ঘজীবী হবেন। তাঁর পরম্পরাও অব্যাহত থাকবে। কিন্তু চিনের প্রেসিডেন্ট যখন চলে যাবেন, কেউ তাঁকে কোনও কৃতিত্বই দেবে না।
আরও পড়ুন-মুখ পুড়ল নীতীশের, নয়া সংরক্ষণ খারিজ হাইকোর্টে, অসাংবিধানিক নীতি, বলল আদালত
দালাই লামাকে নিয়ে চিন বরাবর স্পর্শকাতর। তারা মনে করে, দালাই লামা ধর্মগুরু নন। ধর্মের আড়ালে তিনি স্বাধীন তিব্বতের লড়াই করছেন। দালাই লামা বহু বছর ধরে স্বাধীন তিব্বতের দাবি ছেড়ে দিলেও তাঁর প্রতি চিনের মনোভাবের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এবারও মার্কিন পার্লামেন্টের সদস্যদের সফর নিয়ে তারই প্রতিফলন দেখা গেল। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিং জিয়াং এক দীর্ঘ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দালাই লামা মোটেই ধর্মগুরু নন। তিনি এক নির্বাসিত ব্যক্তি, যিনি ধর্মের আড়ালে চিনবিরোধী বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত। বিশ্বকে ভুল বার্তা দেওয়া তারা বন্ধ করুক।