সংবাদদাতা, নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে নন্দীগ্রাম থানায় (Nandigram Police Station)। গত বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থানা এলাকায় সবচেয়ে বেশি গণ্ডগোল হয়েছিল বলে জেলা পুলিশ সূত্রে প্রকাশ। তাই সামনের বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রাম থানা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। এবার থেকে এই থানা থাকবে ডিএসপি সদরের নিয়ন্ত্রণে। এতদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানা (Nandigram Police Station) ছিল হলদিয়া এসডিপিও-র নিয়ন্ত্রণে। আর চণ্ডীপুর থানা ছিল তমলুকের এসডিপিও-র নিয়ন্ত্রণে। এবার এই দুটি থানা নিয়ে আলাদা জোন তৈরি করা হচ্ছে। যার মাথায় থাকবে ডিএসপি সদর। অর্থাৎ নন্দীগ্রাম থানা থাকবে সরাসরি ডিএসপি সদরের নিয়ন্ত্রণে। ইতিমধ্যে চণ্ডীপুরে স্পেশাল ডিএসপি অফিস তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘নন্দীগ্রাম থানা এসডিপিও হলদিয়া দেখতেন। এটাকে বার করে ডিএসপি হেড কোয়ার্টারের কাছে দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে ভালমতো তত্ত্বাবধান করতে হবে। তাই চণ্ডীপুরে স্পেশাল ডিএসপি দপ্তরের প্ল্যান করেছি। নন্দীগ্রাম ও চণ্ডীপুরের লোকেরা সেখানে গিয়েই অভিযোগ জানাতে পারবেন।
আরও পড়ুন-বউবাজারে ফাটল: মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র-সহ পুলিশের কর্তারা