কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ গতকাল শুরু হয়েছে নান্দীকারের ৪১তম জাতীয় নাট্য উৎসব। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ৬ দিনে দেখানো হবে ১৩টি নাটক। ২০ ডিসেম্বর, মঞ্চস্থ হয়েছে ‘আরও একটা লিয়ার’। নির্দেশনা এবং প্রযোজনায় অঞ্জন দত্ত। উইলিয়াম শেক্সপিয়ারের ‘কিং লিয়ার’ অনুপ্রাণিত নাটকটি। নিজের মতো করে বাংলা ভাষায় মঞ্চস্থ করেছেন পরিচালক।
২১ ডিসেম্বর, দুপুরে ২-৩০ মিনিটে মঞ্চস্থ হবে ‘মানুষ’। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার। সন্ধে ৬-৩০ মিনিটে মঞ্চস্থ হবে ‘মাধবী’। স্বাতীলেখা সেনগুপ্ত নির্দেশিত। সবচেয়ে বড় কথা, এই নাটকে অভিনয় করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার। ২২ ডিসেম্বর দুপুর ৩টেয় মঞ্চস্থ হবে নান্দীকারের ‘এক থেকে বারো’। নির্দেশনায় সপ্তর্ষি মৌলিক। এদিনই সন্ধে ৬-৩০ মিনিটে মঞ্চস্থ হবে নান্দীকারের ‘পাঞ্চজন্য’। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত।
আরও পড়ুন-বড়দিনে সৈকতশহর দিঘা হয়ে উঠছে কলকাতার পার্ক স্ট্রিট
২৩ ডিসেম্বর সন্ধে ৬-৩০ মিনিটে আছে ইংরেজি নাটক ‘আনসেওন’। নির্দেশনায় বরখা ফেডেরিকা। প্রযোজনায় অসমের সিগাল। এটা ছাড়াও রয়েছে নান্দীকারের ‘যত্নে রেখো’। নির্দেশনায় অর্ঘ্য দে সরকার। ২৪ ডিসেম্বর সন্ধে ৬-৩০ মিনিটে মঞ্চস্থ হবে ‘রানী কাদম্বিনী’। নির্দেশক সোহিনী সেনগুপ্ত। প্রযোজনায় নান্দীকার।
২৫ ডিসেম্বর, উৎসবের শেষদিন। সকাল ১০টায় মঞ্চস্থ হবে ‘পাখি’। নির্দেশনায় দেবব্রত মাইতি। প্রযোজনায় নান্দীকার চিল্ড্রেন্স এন্সেম্বল। তারপর নান্দীকার চিল্ড্রেন্স এন্সেম্বল-এরই প্রযোজনায় রয়েছে ‘লুল্লু’। নির্দেশনায় রাকেশ দাস। এছাড়াও রয়েছে ‘পারফেক্ট পারফেক্ট’। নির্দেশনায় অনিন্দিতা চক্রবর্তী। দুপুর ২-৩০ মিনিটে মঞ্চস্থ হবে বিজন ভট্টাচার্যর লেখা নান্দীকারের নাটক ‘নবান্ন’। নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত এবং অর্ঘ্য দে সরকার। সন্ধে ৬-৩০ মিনিটে আরও একবার মঞ্চস্থ হবে ‘পাঞ্চজন্য’। নাটক মঞ্চায়নের পাশাপাশি উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে প্রদর্শনী ‘গ্রুপ থিয়েটার এবং নান্দীকার’। আয়োজন সম্পর্কে সোহিনী সেনগুপ্ত জানালেন, ‘অন্যান্য বছরের মতো এবারও খুব ভাল সাড়া পেয়েছি আমরা। প্রায় প্রতিটি নাটক মঞ্চস্থ হবে পূর্ণ প্রেক্ষাগৃহে।’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…