নতুন করে সেজে উঠছে সতীপীঠ মা নন্দীকেশরী, মুখ্যমন্ত্রী দিয়েছেন এক কোটি টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা তিনিই জানিয়েছেন, এখানেই তাঁর শৈশবকাল কেটেছে।

Must read

সংবাদদাতা, সিউড়ি : মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা তিনিই জানিয়েছেন, এখানেই তাঁর শৈশবকাল কেটেছে। পাশাপাশি এই বীরভূমের মাটিতে পাঁচটি সতীপীঠ রয়েছে— নলাটেশ্বরী, মা ফুল্লরাতলা, কঙ্কালীতলা, বক্রেশ্বর ও নন্দীকেশরীতলা। পাঁচ সতীপীঠের জন্য মুখ্যমন্ত্রী প্রত্যেকবার কোনও না কোনও নতুন পরিকল্পনা রাখেন। আগে লাভপুরের মা ফুল্লরাতলা ও কঙ্কালীতলার একাধিক উন্নয়ন করেছেন।

আরও পড়ুন- শান্ত এপার, ২৯৭ ট্রাকচালককে ফেরাল পুলিশ

এবার সাঁইথিয়া শহরের মাঝামাঝি অবস্থিত নন্দীকেশরী মন্দিরের সামগ্রিক উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের আগে বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এখানে বেশ কিছু এমন মন্দির রয়েছে, যা দেশের ইতিহাস বহন করে। এই মন্দিরগুলোর বয়স কয়েকশো বছর। এর অন্যতম মা নন্দীকেশরী বীরভূমের একটি সতীপীঠ। সাঁইথিয়ার পুরপ্রধান বিপ্লব দত্ত জানিয়েছেন, পুরসভা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু পুরসভার আর্থিক ক্ষমতা কম বলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম মা নন্দীকেশরী মন্দিরের সৌন্দর্যায়নের জন্য অর্থবরাদ্দ করতে। মুখ্যমন্ত্রী আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে এক কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করেছেন। ইতিমধ্যে সেই টাকা এসে গিয়েছে। সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। মন্দিরের একটি ছাদ দীর্ঘদিন বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে ভেঙে নতুন করে তৈরি করা হবে। চূড়ার উচ্চতাও বাড়ানো হবে, যাতে পর্যটকেরা দূর থেকে দেখতে পান। এছাড়া মন্দিরকে নতুনভাবে আলোকসজ্জায় সজ্জিত হবে।

Latest article