ভবিষ্যতে সেনাপ্রধান হবেন কোনও মহিলা, আশাবাদী নারাভানে

Must read

প্রতিবেদন : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলাদের সুযোগ পাওয়া দেশের সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য মুছে দেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। কিছুদিন পর কোনও মহিলা যদি দেশের সেনা প্রধান পদে নিযুক্ত হন তাহলে তিনি খুশি হবেন। শুক্রবার পুনেতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন দেশের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

আরও পড়ুন : খড়দহ থেকে গোসাবা, শুরু জয়ের অপেক্ষা

শুক্রবার পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ১৪১ তম কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন সেনাপ্রধান। সেখানেই নারাভানে বলেন, সেনাবাহিনীতে মহিলাদের প্রশিক্ষণের ব্যাপারটি সামান্য কিছু আলাদা। কিন্তু মোটের উপর পুরুষদের সঙ্গে মহিলাদের প্রশিক্ষণের আদৌ কোনও তফাৎ নেই। বাহিনীর আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে মহিলারাও সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। সেনাপ্রধান আরও বলেন, গোটা বিশ্বেই ভারতীয় সেনাবাহিনীর বিশেষ মর্যাদা আছে। সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নারীরাও যোগ দিতে পারবে। এটা এক ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত। আশা করি এই সিদ্ধান্তের ফলে মহিলারা দেশের সুরক্ষায় আরও বেশি করে অংশ নেবেন। ভারতীয় সেনাবাহিনীর সুনাম বজায় রাখার দায়িত্বও রয়েছে নারী বাহিনীর কাঁধে। উল্লেখ্য, শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির যে প্রবেশিকা পরীক্ষা হবে সেই পরীক্ষাতেই মহিলারা অংশ নেবেন।

Latest article