সংবাদদাতা, বনগাঁ : রাজ্যের সঙ্গে কোনও রকম পরামর্শ না করেই জল ছেড়েছে ডিভিসি। এই প্লাবিত হয়েছে একাধিক জেলা। এদিকে লাগাতার ভারী বৃষ্টি এবং দীর্ঘদিন ধরে নদী সংস্কার না হওয়াতে গাইঘাটা ব্লকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পরিদর্শনে গিয়ে জলে নেমে জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। ত্রাণ শিবিরে প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পরিস্রুত পানীয় জল দিতে বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন জেলার সভাধিপতি। টানা বৃষ্টিতে বনগাঁ মহকুমা বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন-ঢেলে সাজছে স্বাস্থ্য পরিকাঠামো, সুপ্রিম কোর্টে হলফনামা রাজ্যের
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, গাইঘাটা বিডিও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে গাইঘাটায় সুটিয়া গ্রাম পঞ্চায়েতে বলদেঘাটা ব্রিজ এলাকায় জলমগ্ন এলকা পরিদর্শন করেন। একই সঙ্গে জলমগ্ন কলের জল খেতে বারণ করেন। সাবধান করে দিয়ে নারায়ণ গোস্বামী বলেন, ওই জল খেলে ডাইরিয়া হতে পারে। তাই সরকারের তরফ থেকে যে জল দেওয়া হচ্ছে, সেই জলই যেন তারা খান। এদিন রামনগর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর ইএফপি স্কুলের ত্রাণ শিবিরেও যান সভাধিপতি। সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন। তারা যথাযথ খাবার পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে দ্রুত খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করার নির্দেশ দেন নারায়ণ গোস্বামী। সভাধিপতির এই তৎপরতায় খুশির ত্রাণ শিবিরে থাকা মানুষরা। এই বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী আমাকে জলমগ্ন এলাকা পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন। গাইঘাটায় আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম।