নারী চরিত্রের জটিলতা মাপতে আজ বড়পর্দায় অঙ্কুশ-ঐন্দ্রিলা

Must read

প্রতিবেদন : কথায় বলে না ‍‘স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা’। যুগে যুগে এই প্রবাদ লোকের মুখে মুখে ফেরে। সত্যিই কি তাই? সত্যিই কি নারী চরিত্র এতটাই জটিল যে কেউ বুঝতে পারে না! এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে প্রেক্ষাগৃহে। কারণ আজ মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি ‍‘নারী চরিত্র বেজায় জটিল’ (nari choritro bejay jotil)। প্রযোজক, অভিনেতা অঙ্কুশ হাজরার বছরের প্রথম ছবি রিলিজ এটা। ছবির পরিচালক সুমিত সাহিল। কমেডি ঘরানার এই ছবির গল্পের নায়ক ঝন্টু। যে নিজে যথেষ্ট চৌকস হলেও তার প্রেমিকা এবং আশপাশে থাকা নারীদের সে কখনওই বুঝে উঠতে পারে না। এই নিয়েই ঘটবে নানান কিছু, এগোবে গল্প। সিনেমায় অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, প্রদীপ রায়, নবনীতা সহ আরও অনেকে।

আরও পড়ুন-কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা প্রদানের সূচনা

Latest article