গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে (NASA_Space Station)। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে চার নভশ্চরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা আগেই জানিয়েছিল নাসা। শনিবার ঘোষণা করা হল দিনক্ষণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পৃথিবীতে ফিরবেন নভশ্চররা।
এদিন এক্স-এ নাসা পোস্ট করেছে, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টার পরে (মার্কিন ইস্টার্ন টাইম অনুযায়ী) আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডকিং করবেন মহাকাশচারীরা। ১৫ জানুয়ারি ভোরে ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশডাউনের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে সব নির্ভর করছে আবহাওয়ার উপরে।
আরও পড়ুন- চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের
২০২৪ সালের অগাস্ট মাসে স্পেসএক্সের মহাকাশযানে আইএসএসে গিয়েছিলেন আমেরিকার দু’জন, জাপানের একজন ও রাশিয়ার একজন মহাকাশচারী। আগামী মার্চে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। মাঝপথে নাসা জানিয়েছে, ওই চারজনের মধ্যে একজন কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই সময়ের আগেই চার নভশ্চরকে পৃথিবীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত। কিন্তু কী এমন হল যাতে সকলকে নির্ধারিত সময়ের আগে, জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। চার মহাকাশচারীর মধ্যে কে অসুস্থ কিংবা তাঁর ঠিক কী হয়েছে সে ব্যাপারে মুখ খোলেনি নাসা (NASA_Space Station)।
নাসা সূত্রের খবর, গত বুঝবার ঠিক ছিল ফিঞ্চ ও কার্ডম্যান স্পেসস্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করবেন। পরিস্থিতি বদলে যাওয়ায় আগেই তা বাতিল করা হয়েছিল। এ বার জানা গেল, পুরো মিশনই কার্যত ‘বাতিল। নাসা জানিয়েছে, স্পেশ স্টেশনে অভিকর্ষ নেই। তাই যন্ত্র থাকলেও সব শারীরিক পরীক্ষা সম্ভব নয়। সেই কারণেই ফেরানো হচ্ছে মহাকাশচারীদের।

