আন্তর্জাতিক

মেডিক্যাল এমার্জেন্সি মহাকাশে! নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে ফিরছেন নভশ্চররা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে (NASA_Space Station)। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে চার নভশ্চরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা আগেই জানিয়েছিল নাসা। শনিবার ঘোষণা করা হল দিনক্ষণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পৃথিবীতে ফিরবেন নভশ্চররা।

এদিন এক্স-এ নাসা পোস্ট করেছে, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টার পরে (মার্কিন ইস্টার্ন টাইম অনুযায়ী) আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডকিং করবেন মহাকাশচারীরা। ১৫ জানুয়ারি ভোরে ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশডাউনের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে সব নির্ভর করছে আবহাওয়ার উপরে।

আরও পড়ুন- চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

২০২৪ সালের অগাস্ট মাসে স্পেসএক্সের মহাকাশযানে আইএসএসে গিয়েছিলেন আমেরিকার দু’জন, জাপানের একজন ও রাশিয়ার একজন মহাকাশচারী। আগামী মার্চে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। মাঝপথে নাসা জানিয়েছে, ওই চারজনের মধ্যে একজন কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই সময়ের আগেই চার নভশ্চরকে পৃথিবীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত। কিন্তু কী এমন হল যাতে সকলকে নির্ধারিত সময়ের আগে, জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। চার মহাকাশচারীর মধ্যে কে অসুস্থ কিংবা তাঁর ঠিক কী হয়েছে সে ব্যাপারে মুখ খোলেনি নাসা (NASA_Space Station)।

নাসা সূত্রের খবর, গত বুঝবার ঠিক ছিল ফিঞ্চ ও কার্ডম্যান স্পেসস্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করবেন। পরিস্থিতি বদলে যাওয়ায় আগেই তা বাতিল করা হয়েছিল। এ বার জানা গেল, পুরো মিশনই কার্যত ‘বাতিল। নাসা জানিয়েছে, স্পেশ স্টেশনে অভিকর্ষ নেই। তাই যন্ত্র থাকলেও সব শারীরিক পরীক্ষা সম্ভব নয়। সেই কারণেই ফেরানো হচ্ছে মহাকাশচারীদের।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

36 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

44 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago