ফের মন খারাপের খবর। এখনই ফিরছেন না সুনীতারা (Sunita Williams)। গগনযানে যান্ত্রিক গোলযোগের কারণে এখনই পৃথিবীর মাটিতে পা রাখতে পারবেন না সুনীতারা। যান্ত্রিক গোলযোগ সারিয়ে মহাকাশযান কবে সুনীতাদের ফেরাতে রওনা দেবে, তা জানা যায়নি।
আর্ন্তজাতিক স্পেস স্টেশন থেকে আপাতত ফিরছেন না নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরে। বলা হয়েছিল, ১২ মার্চ সুনীতা ও বুচকে ফেরাতে মহাকাশে পাড়ি দেবে ওই যান। সেখানে থাকবেন জাপান ও রাশিয়ার আরও ৪ নভশ্চর। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ৷ নাসার বিজ্ঞানী অ্যান ম্যাক্লেন ক্রু ১০-এ চেপে মহাকাশে পাড়ি দেবেন তাঁরা। কিন্তু তা এখনই হচ্ছে না। নাসা এবং স্পেসএক্স-এর পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের জন্য মহাকাশযান ফ্যালকন ৯-এর উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে শীঘ্রই সেই কাজ করার চেষ্টা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-মনরেগা-সহ বাংলার সব বকেয়া মেটান অবিলম্বে
২০২৪ সালের ৫ জুন মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। মাত্র ৮ দিন পরেই তাঁদের ফিরে আসার কথা ছিল পৃথিবীতে। কিন্তু সেই ৮ দিনের সফর যে ১০ মাসেরও বেশি দীর্ঘায়িত হবে, তা কেউই ভাবতে পারেননি।