ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেনি বিরাটরা, দাবি হুসেনের

Must read

দুবাই, ৮ নভেম্বর : দলে প্রতিভার ছড়াছড়ি। অথচ আইসিসি টুর্নামেন্টে খেলতে নামলেই এক অজানা আতঙ্কের শিকার হয় ভারত। এমনটাই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এমনকী, এবারের টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিদের ব্যর্থ হওয়ার প্রধান কারণ ভয়ডরহীন ক্রিকেট খেলতে না পারা। সাফ জানাচ্ছেন তিনি।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন বিরাটরা। অথচ কাপ জয়ের প্রবল দাবিদার ছিলেন তাঁরা। টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সে বিস্মিত হুসেন নিজেও।

আরও পড়ুন : বিধানসভায় নতুন বিধায়কদের শপথ, বিধানসভাতেই হবে মন্ত্রীসভার বৈঠক

তাঁর মন্তব্য, ‘‘আপনাকে মাঠে নেমে নিজেকে প্রকাশ করতে হবে। এটাই শেষ কথা। ভারতীয় দলে এত প্রতিভা। অথচ কেন জানি না, আইসিসি টুর্নামেন্ট খেলতে নামলেই ওরা কেমন যেন গুটিয়ে যায়। এবারও সেটাই হল। ভয়ডরহীন ক্রিকেট খেলার ব্যর্থতাই বিরাটদের বিশ্বকাপ থেকে ছিটকে দিল।’’
প্রাক্তন ইংরেজ অধিনায়ক আরও বলেছেন, ‘‘টুর্নামেন্ট শুরুর আগে ভারত আমার ফেভারিটদের তালিকায় ছিল। কারণ ওরা আমিরশাহিতেই আইপিএল খেলে বিশ্বকাপে নেমেছিল। কিন্তু প্রথম ম্যাচেই বিপর্যয়। পাক পেসার শাহিন আফ্রিদি পাওয়ার প্লে-তে যেভাবে বল করল, তাতেই ভারতীয়রা ব্যাকফুটে পড়ে যায়। পরপর দুটো ওভারে রোহিত শর্মা এবং কে এল রাহুলকে আউট করে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আফ্রিদি। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারল না ভারত।’’
হুসেনের বিশ্লেষণ, ‘‘এই ভারতীয় দলের এটাই সমস্যা। ওদের টপ অর্ডার এতটাই শক্তিশালী যে অধিকাংশ ম্যাচেই মিডল অর্ডারের প্রয়োজন পড়ে না। কিন্তু হঠাৎ করে যখন প্রয়োজন পড়ে, তখন খেই হারিয়ে ফেলে। সেই সময় ভারতের ব্যাটিংয়ে কোনও প্ল্যান বি আমার চোখে পড়েনি।’’

Latest article