জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবি অভিযাত্রিক

জাতীয় পুরস্কারে সেরা বাংলা। ২০২২ সালের ৬৮তম জাতীয় পুরস্কারের তালিকায় বাংলা ছবি হিসেবে উঠে এল ‘অভিযাত্রিক’-এর নাম।

Must read

প্রতিবেদন : জাতীয় পুরস্কারে সেরা বাংলা। ২০২২ সালের ৬৮তম জাতীয় পুরস্কারের তালিকায় বাংলা ছবি হিসেবে উঠে এল ‘অভিযাত্রিক’-এর নাম। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায় এবং অর্জুন চক্রবর্তীকে। ছবিটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। গত ডিসেম্বর মাসে মুক্তি পায় ‘অভিযাত্রিক’। মুক্তির আগে দীর্ঘদিন আলোচনায় ছিল এই ছবি।

আরও পড়ুন-অনুমতি নেই কমিশনের

গোটা বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে ‘অভিযাত্রিক’। করোনা কাটিয়ে দু’বছর পর ঘোষণা হল জাতীয় পুরস্কার ২০২২-এর তালিকা। শুক্রবার দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা করা হয়। এবার বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় তৈরি সিনেমাকে আলাদা করে জাতীয় পুরস্কারে স্বীকৃতি দেওয়া হয়েছে। নন-ফিচার এবং ফিচার দু’টি বিভাগেই আলাদা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Latest article