রাহুলের হাজিরা

Must read

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) কেন্দ্রীয় এজেন্সির নজর এখন গান্ধী পরিবারের দিকে। আর্থিক দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সোনিয়া (Sonia Gandhi) এবং রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সমন পাঠিয়েছে। বলা হয়েছে, ৮ জুনের মধ্যে ইডির দফতরে সশরীরে হাজির হতে হবে তাঁদের। যদিও সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হওয়ায় তাঁর পক্ষে ওই ডেডলাইনের মধ্যে ইডির কাছে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে কংগ্রেসের তরফে বলা হয়েছে, সোনিয়া ইডিকে (ED) এড়াচ্ছেন না। সুস্থ হয়ে উঠে অবশ্যই তিনি হাজিরা দেবেন। তদন্তে সহযোগিতা করবেন। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার রাহুল গান্ধীরও (Rahul Gandhi) হাজিরার ডেডলাইন বদলে দিল ইডি। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৮ নয় ১৩ তারিখের মধ্যে ইডির দফতরে হাজির হলেই চলবে।

আরও পড়ুন: কংগ্রেসের দুর্দশা বোঝালেন পৃথ্বীরাজ

Latest article