ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ড নিয়ে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Must read

ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এ আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল ১০ শিশুর। এবার ঝাঁসির হাসপাতালে (Jhansi hospital fire) অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।

শুক্রবার রাত সাড়ে ১০টার সময় আগুন লাগার ঘটনার সময় হাসপাতালের ভিতরে ছিল ৪৭ জন শিশু। তাদের মধ্যে ১৬ শিশুর অবস্থা সঙ্কটজনক বলে খবর। আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে ঝাঁসির হাসপাতালের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে। একাধিক প্রশ্ন উঠেছে পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের (Jhansi hospital fire) অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও।

আরও পড়ুন- শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে ছোটে, ভারতীয় সামরিক বাহিনীর হাতে নয়া অস্ত্র!

উত্তরপ্রদেশের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার বিবৃতি জারি করে মানবাধিকার কমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে দাবি করা হলেও সেই তত্ত্ব মানেনি কমিশন। তাই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে। এছাড়াও, যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, যারা গুরুতর জখম হয়েছে তাদের পরিবার যাতে সঠিক বিচার পান, সে বিষয়ে উল্লেখ রয়েছে কমিশনের বিবৃতিতে।

Latest article